গাছ

ইঞ্জা ১০ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার, ১২:২৬:২৫পূর্বাহ্ন পরিবেশ ২২ মন্তব্য

fb_img_1486563091191

 

 

প্রতিদিন কতো লক্ষ লক্ষ গাছ কেটে সাফ করে ফেলা হচ্ছে, মালয়েশিয়াতে পাম তেলের ব্যবসার জন্য হাজার হাজার গাছ কেটে সাফ, পৃথিবীর ফুসফুস আমাজন বন কেটে সাফ করা হচ্ছে কাঠ ব্যবসার জন্য, বিভিন্ন দেশে ইন্ডাস্ট্রিলাইজেশনের নামে, নগরায়নের নামে গাছ, বাঁশ, বন কেটে সাফ করা হচ্ছে, বেশি দূরে নয় আমাদের দেশে রাস্তা বানানো, প্রশস্ত করণ, কাঠ ব্যবসা, মেট্রো রেল সহ বিভিন্ন কারণে গাছ কাটা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য গাছ কাটা হচ্ছে, উপরন্তু রামপাল বিদ্যুতের নামে বিশ্ব সংস্থারর নিষেধ অমান্য করে সুন্দরবনকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু এমন একদিন আসবে যেদিন আর কোন গাছ নামক কিছু ছিলো তাও কেউ মনে রাখবেনা, জলবায়ু বিপদসংকুল হয়ে উঠবে, জীব জন্তু থেকে শুরু করে মানুষ সহ সব ধবংস হয়ে যাবে, আমরা না দেখলেও হয়ত আমাদের সন্তানরা দেখবে কিন্তু আমরা কালকের কথা চিন্তা করবো কেন, আমাদের সন্তান, ভবিষ্যত বংশধর বাঁচুক না বাঁচুক কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা গাছ কেটে সব সাফ করে পকেট ভরবো আর ওরা যাক জাহান্নামে এই হলো আমাদের চিন্তা।

কিন্তু হে মানুষ, চিন্তা করা কি আমাদের উচিত না?

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ