গণতন্ত্র

মোঃ মজিবর রহমান ৩০ জানুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ১১:৫১:৩৮পূর্বাহ্ন বিবিধ ৫ মন্তব্য

 

গনতন্ত্রের মানে কি?

                    জনগনের শাসন। 

                     হয় যদি তাই

                     তবে কেন হবে একাংশের সরকার?

                      তাই হয়েছে গঠিত

                        নির্বাচিত প্রতিনিধিগনের

                         সরকার ।

                      পাবে জনতার হাততালি

                       হয় যদি সুশাসন।

                      আর তা না হলে

                      যেতে হবে ডাস্টবিনে

পরিনত হয়ে  নর্দমার কিট।

 

এখানে একাংশ বলতে একদলীয় শাসন মানে নির্বাচনে জয়ী হয় এক দল তাহলে এক দল মানে একাংশের সরকার আর বহুদলীয় মানে যারা বিভিন্ন দল থেকে নির্বাচিত তাঁরা সম্মিলিত সরকার গঠনই হবে জনগনের শাসন।

 

 

 

 

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ