খেলা

ফজলে রাব্বী সোয়েব ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ০২:৩৯:৩৩পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
কষ্টকে আজ জয় করা শিখে গেছি আমি।
চাবুকের আঘাতের চেয়েও ভয়ঙ্কর কষ্টগুলোকে 
এখন আর মনের মাঝে পুষে রাখি না।
খাঁচা খুলে ছেড়ে দেই কষ্টগুলোকে,
অতিথি পাখির মতই উড়ে চলে যায় দূরের
দেশে, হয়তো অন্য কারো কষ্ট হয়ে।
এখন আর কষ্টগুলোকে শৃংখলাবদ্ধ হওয়ার
সুযোগ দেই না, বিশৃংখল রাখি।
এদিক ওদিক ছুটোছুটি করে কষ্টগুলো নেতিয়ে পড়ে, ভাবনাগুলোর নিচে
চাপা পড়ে কোথায় যেন হারিয়ে যায়!
খোঁজার কোন চেষ্টাই করিনা।
আমি এখন কষ্টের রচনা লিখিনা,
পাত্তা দেই না কষ্টগুলোকে।
মনমড়া হয়ে আমার দিকে তাকিয়ে থাকে,
আমার অবজ্ঞা দেখে তারা নিজেরাই
কষ্ট পেয়ে দূরে সরে যায়।
আমার চারপাশে একটা বৃত্ত এঁকে রেখেছি,
যেন বজ্জাত কষ্টগুলো এর মাঝে ঢুকতে
না পারে। অনেক ঢোকার চেষ্টা করে তারা,
শেষ পর্যন্ত আমার সাথে আর পেরে ওঠে না।
আমার দৃঢ়তার কাছে পরাজিত হয়।

এটাই হচ্ছে আমি। খেলে যাচ্ছি
এক অনন্য খেলা, আর আমার প্রতিপক্ষ
আর কেউ নয়, বজ্জাত 'কষ্ট'।
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ