করোনার সেবক

নিরব সাগর ১৯ জুন ২০২০, শুক্রবার, ১০:০৫:৪০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

বেঁচে থাকলে  দেখা হবে

 প্রিয়তম তোমার সাথে।

 যাচ্ছি করোনা যুদ্ধে

 মৃত্যুকে নিয়ে হাতে।

 যদি ফিরে আসি তবে

তা বিজয়ের বেশে।

করোনামুক্ত নির্মল সুস্থ

 সুন্দর পরিবেশে।

 আর যদি ফিরে না আসি

 আসবেনা মোর দেহ।

করোনা যুদ্ধে চলে গেছি

কাঁদবেনা স্বজন কেহ।

 মৃত্যু তো হবেই তবে

সব মৃত্যু,মৃত্যু নয়।

  আমার এই  মৃত্যু কেবল

 শত্রুকে করতে জয়।

 রক্তে মাংসে বেঁচে থাকলে

 শুধুই বেঁচে থাকা।

 বেঁচে থাকলে অন্তরেতে

 অমরত্ব ধরে রাখা।

সে বেঁচে থাকায় নেই কোন

 ক্ষয়ে যাওয়ার ভয়।

মরে গিয়েও  হয়ে থাকবো

অমর ও অব্যয়।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ