কথোপকথন – ২

মানিক পাগলা ২০ এপ্রিল ২০১৪, রবিবার, ০৩:০৮:১১পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

পাগলার এক বন্ধুর বাসায় দাওয়াত ছিল ঢাকার বাইরে। পাগলা ব্যাস্ততার কারনে যেতে পারে নাই। দাওয়াতের দিন সকালে সেই বন্ধু পাগলারে ফোন দিছে। পাগলা ও তার বন্ধুর মাঝে কথপোকথনঃ

পাগলাঃ হ্যালো
বন্ধুঃ কিরে কই
পাগলাঃ বাসায়
বন্ধুঃ আসলি না
পাগলাঃ নারে দোস্ত, গত কাল অফিসের কাজ শেষ করে অনেক রাতে বাসায় ফিরছি। তাই আসতে পারলাম না, সরি দোস্ত
বন্ধুঃ আমি জানতাম এমনই হবে, আমাদের তো আর বেশি টাকা-পয়সা নাই, আমরা ষ্ট্যাটাস মেন্টেইন করতে পারিনা। তুই আমার প্রোগ্রামে আসবি কেমনে। ঠিক আছে
পাগলাঃ ... ... (বাক রুদ্ধ)

 


(পাগলা স্পীকার হয়ে গেল)

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ