এপিগ্রাম ইন “গৌরীপুর জংশন”

মরুভূমির জলদস্যু ২৮ নভেম্বর ২০১৫, শনিবার, ১০:৫০:১৩পূর্বাহ্ন সাহিত্য ১৬ মন্তব্য

গৌরীপুর জংশন
হুমায়ূন আহমেদ

সাধারণত দেখা যায় হুমায়ূন আহমেদের বইয়ে প্রচুর এপিগ্রাম থাকে। তবে এই বইটিতে এপিগ্রামের পরিমান কম দেখতে পেলাম।

১। মায়ায় সংসার চলে না।

২। গরিব মানুষের জন্য মায়া খুব খারাপ জিনিষ।

৩। ভদ্রলোকেরা বিপদে পরলে মজার কাণ্ড কারখানা করে।

৪। কাঁচা পয়সার ধর্ম হচ্ছে মানুষের মন ভালো করা। যার হাতে কাচা পয়সা থাকে তার মনও সবসময় ভালো থাকে।

৫। যাদের মুখ খারাপ তাদের মনটা থাকে ভালো। যাকিছু খারাপ মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, জমে থাকেনা। ভদ্র লোকদের মুখ দিয়ে খারাপ কিছু বের হয় না। সব জমা হয়ে থাকে মনে।

৬। মেজাজ ঠিক থাকলে ফেরেশতা, বেঠিক থাকলে শয়তানের বাদশাহ।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ