একটুখানি সচেতন হই

নিরব সাগর ২৩ মার্চ ২০২০, সোমবার, ১১:২১:১১অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

দেশে যখন করোনা রোগে
নেমেছে দুর্যোগ ।
স্বার্থান্বেষীরা মনের সুখে
নিচ্ছে সে সুযোগ ।

সুযোগ বুঝে করছে মজুদ
যত পুঁজিবাদী ।
লক ডাউনের দুর্ভোগে পড়ে
কাঁদছে অনাবাদী ।

ধর্মান্ধরা সব ইচ্ছে মতো
ছাড়ছে ধর্ম বোল।
আমজনতা বাজাচ্ছে সব
শঙ্খ কাশি ঢোল ।

দেশবাসী সব নবাবজাদা
থাকছে উদাসীন।
ছোট্ট দেশের করছে তারা
ক্ষতি সীমাহীন ।

প্রতিদিন বাড়ছে কেবল
সংক্রমণের হার।
মহামারি নামলে পরে
পাবেনা নিস্তার।

সবাই কেন একটুখানি
হইনা সচেতন ।
গৃহবন্দী থাকবো ঘরে
এই করিনা পণ ।

নিজের সচেতন নিজে যদি
একবার হতে পারি।
থেমে যাবে করোনা ভাইরাস
হবেনা মহামারী।

                  প্রতিরোধ করতে হবে,                  নাই যার প্রতিকার।
কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধ
গড়ি করোনার।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ