ইনবক্স কথন

সাবিনা ইয়াসমিন ২ নভেম্বর ২০১৯, শনিবার, ১০:২২:১১অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য

@_১:

* কেমন আছো? কি অবস্থা এখন?

** আলহামদুলিল্লাহ, ভালো আছি। সব অবস্থাতেই ভালো আছি। কই ছিলে এতোদিন?

* কলকাতা গিয়েছিলাম। সিক্রেট ;

** আবার!

* না গিয়ে থাকতে পারিনা। ভালো লাগেনা। ওরা খুব অপমান করে। এখন অভ্যাস হয়ে গেছে।

** তাহলে যাও কেন? না গেলেই পারো।

* কি করবো বল? মেয়েটার জন্যে যাই। ওর জন্যেইতো সব করি। খোঁজ না নিলে যদি ওরা আমার মেয়েকে আর ফিরে আসতে না দেয়।

** কেন দিবেনা? এত ভেবোনা। সব ঠিক হয়ে যাবে। মেয়েকে আর একটু বড় হতে দাও। নিজেই চলে আসবে। তবুও তুমি আর যেওনা। পরে ঝামেলা হবে তোমার।

* ঠিক বলেছিস। দেখি তোর দুলাভাই কি বলে। ভালো থাকিস। সময় পেলে কল দিস। লাভ ইউ।

** আচ্ছা। তুমিও ভালো থেকো।

 

@_২:

* আপনি প্রেমের কবিতা এত লেখেন কেন?

** প্রেম ছাড়া কবিতা আসে না তাই। যত কবিতা, গান সবটাতেই প্রেম বিদ্যমান। প্রেম না থাকলে সৃষ্টি হতো না কোনো কিছুরই।

* আমার সাথে প্রেম করবেন? আমি আপনার প্রেমে পড়েছি। আপনার লেখার, আপনার ভাবনার, আপনার ছবি-কথার।

** না।

* কেন? আমি কি দেখতে খারাপ ? আমাকে আপনার যোগ্য মনে হয়না?

** প্রেমে পরা যায়না। বাহ্যিক সৌন্দর্য দেখে প্রেম হয়না, যোগ্যতা দিয়ে মনের আদান-প্রদান করা যায়না। প্রেম হয়ে যায়। প্রথম দেখায়। বিনা আলাপে, বিনা নির্নয়ে, কখনো বিনা দর্শনেও।

* সর‍্যি, আপনার সময় নষ্ট করার জন্যে দুঃখিত। বন্ধুত্বটা কি থাকবে? প্লিজ..

** বন্ধু! এখনো ফ্রেন্ডলিস্টে যেহেতু আছেন, লাইক কমেন্ট পাবেন। এটাকে বন্ধুত্ব ভাবলেও ভাবতে পারেন।

 

@_৩:

* কয়দিন পরপর কোথায় হারিয়ে যাও? কোনো খোঁজ খবর পাইনা। মাঝে মধ্যে একটু হাই/হ্যালো দেয়ার সময়ও কি পাও না?

** হাহাহা, রিপ্লাই তোমার প্রশ্নেই রাখা। মাঝে মধ্যে হাই/হ্যালো, রিপ্লাই দিতেইতো আসি। অনলাইনের এক্টিভিটি যেনো লাইফলাইন নিয়ন্ত্রিত না করে ফেলে, এটা শুধু খেয়াল রাখি।

* ভালো থাকিস, তোর প্রাণচাঞ্চল্যটা ধরে রাখিস। মিস ইউ ডার্লিং...লাভ ইউ।

** তুমিও ভালো থেকো। ভাইয়া আর আন্টিকে সালাম দিও। কাকলীর জন্যে দোয়া রইলো। লাভ ইউ টু ডিয়ার।

 

@_৪:

* কেমন আছো বোন? শরীর ভালো? বাড়ির সবাই ভালো?

** আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইজান। বাড়ির সবাই ভালো। আপনি কেমন আছেন? ভাবি, ভাতিজা ভালো আছে?

* ওরাও ভালো আছে। তোমার ভাতিজার পরীক্ষা শুরু হয়েছে, ওর জন্যে দোয়া করো। সামনের মাসে ঢাকায় আসবো। এবার কিন্তু ভাইয়ের বাড়িতে তোমাকে আসতেই হবে। সবাই মিলে ঘুরতে যাবো। অনেক আনন্দ করবো। আসবে বোন?

** ভাতিজার জন্যে দোয়া রইলো। ইনশাআল্লাহ রেজাল্ট ভালো করবে। ঢাকা এলে ভাবিকে নিয়ে আমার বাসায় বেড়াতে আসবেন। খুব খুশি হবো ভাইজান।

* আসবো। তোমার ভাবি তোমাকে দেখতে চায়। ও তোমার সাথে কথা বলার পর থেকেই খালি তোমার কথা বলে। যাদু করেছো নাকি? একটু পরপরই দেখি তোমাকে মেসেজ দেয়। তোমাকে অনলাইনে না পেলেই একশোবার প্রশ্ন করে।

** হাহাহা, সে আপনার নামে বিচার দেয়। এবারও পঁচা মাছ কিনে এনেছেন বললো। আপনি মাছ কেনার ঝামেলাটা ভাবিকে দিয়ে দিলেইতো পারেন।

* এই কথা? দাড়াও, এবার ছুটিতে বাড়ি আসার সময় একটা মাছও আনবো না।

** আচ্ছা, আমি এই মেসেজটাই কপি করে ভাবিকে দিচ্ছি।

* নারে বোন, এমন করিস না। ও একটা মিলিটারি। পরে আমার চাকরীই খেয়ে দিবে।

** রাখছি ভাইজান। অনেক কাজ জমেছে, কাজ করবো।

** লক্ষী বোন ভালো থেকো। শরীরের যত্ন নিও। যখন যা লাগবে বলবে। ভাইয়ের কাছে কিছু চাইতে সংকোচ করবে না।

 

@_৫:

* আছেন?

** হু

* জরুরি কথা ছিলো

**?

* ব্লগের ব্যাপারটি একটু বুঝিয়ে দিবেন?

** যেমন?

* মানে কি লিখবো, কিভাবে লিখবো, লিখে আমার লাভ কি? ব্লগের লাভ কি?

** ব্লগে প্রবেশ করুন। প্রকাশিত লেখা গুলো পড়ুন। কি লিখবেন নিজেই ঠিক করতে পারবেন। লিখতে চাইলে আইডি করে নিন। নীতিমালা পড়ুন। ব্লগে লেখার নিয়ম শিখিয়ে দিবো। গ্রুপে জয়েন করে পোস্ট দিয়ে জানতে চাইলে, অনেকেই শিখিয়ে দিবে। লাভ-লসের কিছু নেই। নিজের আনন্দে লিখবেন, ব্লগ আপনার লেখাটি পাঠকের কাছে পৌছে দিবে।

* আমি কি মাঝে মাঝে আপনাকে বিরক্ত করতে পারি?

** অকারনে মেসেজ করবেন না, তাহলেই হবে। খুব দরকার না হলে নক করা থেকে বিরত থাকবেন। আর কিছু?

* অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি আপনার সাথে থাকতে চাই। আপনার ব্লগে। আশা করি অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবেন।

** থাকবো ইনশাআল্লাহ। সোনেলা ব্লগে প্রচুর ভালো মানের লেখক এবং আন্তরিক মনোভাব সম্পন্ন ব্লগার আছেন। তারা আপনাকে উৎসাহ অনুপ্রেরণা দেয়ার কমতি রাখবে না।

* আবারো ধন্যবাদ ম্যাডাম। ভালোবাসা অহর্নিশ।

** ভালো থাকুন, শুভ কামনা।

 

@_৬:

* আপনার জন্যে একটা সুখবর আছে।

** তাই নাকি? কি?

* সহকারী অদ্যক্ষ্যের চাকরীটা পেয়েছি। মিষ্টি কবে খাওয়াচ্ছেন?

** আলহামদুলিল্লাহ, অনেক খুশির খবর দিলেন! মিষ্টি কবে খেতে চান বলুন? এক্ষুনি দিবো।

* দোয়া করবেন আমার জন্যে। আপনার হাতের মিষ্টি পাওনা থাকলো। একদিন চেয়ে খাবো। আশায় রইলাম।

** ইনশাআল্লাহ। ভালো থাকুন। দোয়া ও শুভ কামনা।

 

@_ ৭:

* এই, তুমি আমার মেসেজ সীন করে রিপ্লাই দাওনা ক্যান?

** শুভ সকাল, বিকেল, রাত, মন খারাপ, পেট খারাপ, মাথা খারাপ করা মেসেজের কি রিপ্লাই দিবো?

* বুঝিতো, তুমি মনে করো আমি ছেলে। তাই এমন করো। আপুউউউ, আমি কিন্তু মেয়ে, হুমম..

** তুমি মেয়ে তাতো আমি জানি!

* হুম্মম, আমি মেয়ে। স্বভাবটা একটু চাড়া টাইপের। তাই অনেকে পোলা ভাবে।

** ওওওও, আচ্ছা।

* এখন থেকে আমার মেসেজ দেখলেই রিপ্লাই দিবা। নইলে তোমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিমু। মনে থাকবে?

** আচ্ছা। আর কিছু?

* না। শোনো তোমাকে আমি ভালোবাসি। এটা মনে রাখবা। অনেক বেশি ভালোবাসি, তুমি রিপ্লাই না দিলে আমি মনে কষ্ট পাই। রিপ্লাই না দিলে আমি তোমাকে ব্লক মারবো। মনে থাকবে?

** আচ্ছা। আর কিছু বলবে?

* না, আই লাভ ইউ, আই লাভ ইউ।

 

@_৮:

* আপু, একটা লেখা পাঠালাম,লেখাটা দেখে দাও। আজ রাতে গ্রুপে পোস্ট দিবো। আর সবার আগে তুমি কমেন্ট দিবে। শুধু রিয়েক্ট না কিন্তু। বড় করে কমেন্ট দিবে।

** আচ্ছা। ঠিক করে দিচ্ছি।

 

@_৯:

* ঘুমিয়েছিস ?

** নাহ, কেন?

* একটা কবিতা লিখে দে।

** আরে! একটু আগেই না একটা দিলাম! এত কবিতা কই পাবো?

* কবিতা না পারলে লেখক হলি কেমনে? তুই কি আসলেই কিছু লেখতে পারিস?

** আমি কবিতা লিখতে পারিনা। যা লিখি ঐগুলো অ-কবিতা। তাও তুমি চাইলেই দেই।

* মানে! তুই কবি না?

** না।

* তুই তাহলে প্রতিবন্ধি। তাড়াতাড়ি ঘুমানোর আগে কবিতা লিখে দিবি। তোকে লেখক বানালো কে? কাল তোর জন্যে পোলাউ রান্না করবো। খেয়ে যাস।

** আচ্ছা। দিচ্ছি, ভালো না হলে বকা দিওনা আবার।

 

@_১০ :

* কই তুমি?

** এইতো!!

★ সারাদিনে পাওয়া আর রিপ্লাই দেয়া শত মেসেজের ভিড় থেকে নেয়া কিছু মেসেজ এর অংশ। আমি কৃতজ্ঞ এদের প্রতি। যারা আমার কাছে না এসেও এমন ভাবে সব সময় মনে করিয়ে দেয়, আমি তাদের কত আপন। দুরত্ব, চেনা, অচেনার গন্ডি অতিক্রম করেও অনেকেই পরিচিত হয়ে যায়, জীবনের অংশ হয়ে পরে। সম্মান, ভালোবাসা, বন্ধুত্ব, শত্রুতা কোনো কিছুই জোর করে আদায় করা যায়না। যার যার ভাগ্যরেখায় আঁকা থাকে তারতার কর্মফল।
বেঁচে থাকার প্রতিমুহূর্ত আমরা যেন বাঁচার মতো করে বাঁচতে পারি। আমাদের বেঁচে থাকার মুলে সৃষ্টিকর্তার অবদান ভুলে না যাই।

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ