আমি কৈকেয়ী

ছন্দা দাম ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ০৯:০৭:১৪পূর্বাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

আমি মহাকাব্যের সেই ঘৃণ্য,লোভী নারী চরিত্র,
জোটেনি যার কোন সম্মান,দয়া,মায়া,হতে পারেনি কারো করুণার পাত্র।
দোষ এটাই ছিল আমার,আমি হতে চেয়েছিলাম মনুষ্যরূপী.......হতে চাইনি অতি মানবী, গুণের বিশেষণ গুলো মাখিনি শরীর ব্যাপী।

আমি ছিলাম উচ্চাকাঙ্খী একমাত্র সন্তানের স্বার্থে,
এটাই কি দোষ,চাইনি হতে দেবী,ভাবিনি পরার্থে।

যখন অসুস্থ স্বামী সেবা করে বাঁচাই প্রাণ,
তখন স্বামী সোহাগী আমি,তিনটি বর দিতে ছিলনা তার পিছুটান।

নপুঃসক রাজার তিন স্ত্রী,তার চরিত্রে তো কাটেনি কেউ দাগ,.....কেউ তো আঙুল তুলেনি,যখন গর্ভে ধরি আমরা অন্যের ঔরষের পরাগ????

আমি মা সন্তানের ভবিষ্যৎ চিন্তা ছিল অভিষ্ঠ....
সেই সূর্যবংশী রাজার চরিত্র ছিল সূর্যবৎ,আর আমি দূষ্ট??

ওগো সমাজ,ওগো সংসার ,একটি বার ভাবো আমায় রক্ত মাংসে.....আমি নারী,আমি মানুষ,
আমারো যে স্বপ্ন আছে!!!!

আমাকে কেন হতেই হবে ত্যাগী,দানী,দয়াশীলা,
চরিত্রবতী......একটি বার ভাবো আমি খুব সাধারণ
হৃদয় আমার দীন অতি।

কৌশল্যা,সুমিত্রা হতে চেয়েছিল গরবিনী মা.....
নিতান্ত সহজ আমার চাওয়া,তাই এটা দামী না???

স্বামী মারলেন শব্দভেদী বাণে অন্ধমুনির সন্তান....
সেই অভিশাপে জ্বলেননি তিনি,জ্বলেছি আমি, আমার জীবন জুড়ে অগ্নি লেলিহান।।।

আমার সন্তান আমায় করেছে ঘৃণা....
হবে সে ভাতৃস্নেহে পরাকাষ্টা,এটাই ছিল তার জানা

ওগো আমি যে কাটাতে চেয়েছি সহজিয়া জীবন,
কেন আমার প্রতি যুগে দেবী হবার থাকবে পণ??

কেন আমার হতে হবে প্রতি যুগে সাবিত্রী সীতা,সতী,বেহুলা....কেন জানা থাকতেই হবে নারীর চৌষট্টি কলা???

ওগো যুগে যুগে জ্বলে জ্বলে আমি এই বলে যাই...
আমি হতে চাইনে দেবী,প্রাতঃস্মরণীয়া,আমি মানবী হতে চাই..........আমি মানবী হতে চাই....
.....ওগো আমি মানবী হতে চাই.....

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ