আমার একটি নদী ছিল

নিতাই বাবু ২৫ জুন ২০১৯, মঙ্গলবার, ০৮:২৭:০৫অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

আমার একটি নদী ছিল
নাম ছিল তাঁর শীতলক্ষ্যা,
করুণ অমানবিক নির্মম অত্যাচারে
পেলো না সে রক্ষা!

যা ছিল তাঁর কেড়ে নিলে
মান, ইজ্জত, সুখ্যাতি, সুনাম,
করেছে তারে বিবস্ত্র, উলঙ্গ
দিয়েছে কলঙ্কের দাগ দুর্নাম!

নদীটি ছিল শান্ত লাজুক
ছিল তাঁর স্বচ্ছ পানি,
ছিল তাঁর রূপের বাহার
বাংলার লোকে তা জানি!

প্রাচ্যের ডান্ডি উপাধি ছিল
নারায়ণগঞ্জ ছিল তাঁর বাড়ি,
দু'পাড়ে তাঁর যা-ই ছিল
সবই নিলো দুর্বৃত্তরা কাড়ি!

নেই কিছু আর নদীটির এখন
রূপ, যৌবন, তেমন কোনও গুণ,
নদীটি এখন রোগাক্রান্ত অসুস্থ
পানিতে দুর্গন্ধ, দু'পাড়ে শকুন!

আমার শীতলক্ষ্যা এখন কাঁদে
বাঁচাও বাঁচাও চিৎকার কোরে!,
কেউ শোনে না ওর কান্না
অমানুষগুলো শুধু হেসেই মরে!

আমার এক‌টি নদী ছিল
প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের বুকে,
সেই নদীতে বিষাক্ত কেমিক্যাল–
তাই নদীটি মরছে ধুকে ধুকে!

নিতাই বাবু
ছবি নিজের মোবাইল ফোন দিয়ে তোলা।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ