আমাকে ভালবাসার পর… (আজাদী টাইপ কবিতা)

আর্বনীল ১৩ এপ্রিল ২০১৪, রবিবার, ১১:২৮:৩০পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

আমাকে ভালবাসার পর,

সব কিছু এলোমেলো হয়ে যাবে তোমার।

যেমনটা এলোমেলো হয়ে গেছে

ঐ টুনা-টুনির সাজানো সংসার।

আমাকে ভালবাসার পর,

রাতের পর রাত ঘুমোতে পারবে না তুমি।

ঘুমোলেই দেখবে ঘুমের ভেতর

স্বচ্ছ কাঁচের মত স্বপ্নগুলো তোমার

একে একে ভেঙ্গে যাচ্ছে স্বপ্নের মত করে।

আমাকে ভালবাসার পর,

জ্যোৎস্না দেখা মাত্র সিদ্ধার্থের হাত ধরে

গৃহত্যাগী হতে চাইবে না তুমি।

চাইবে না গলিত চাঁদ মুঠোয় ভরে চিবিয়ে খেতে।

আমাকে ভালবাসার পর,

বৃষ্টির দিনে ইচ্ছে করবে না তোমার; ভেজা কদম হতে।।

ইচ্ছে করবে না, বৃষ্টির তালে তালে

নুপুর পায়ে তা তা থৈ থৈ করে নৃত্য করতে।

আমাকে ভালবাসার পর,

তোমাকে তোমার মাঝে পাবে না তুমি।

হয়তো পাবে না অন্ধকার গিলে খাওয়া, আমাকেও।।

তবে এটুকু জানি...।

অতৃপ্ত সুখে সুখী হবে তুমি ।।

 

@এই কবিতা দেখলে 'আজাদ' স্যার অবশ্যই আমার গালে কষে একটা চড় বসাইয়া দিতেন। তারপর আমি আবার অনুপ্রানিত হয়ে লিখতে বসতাম-

'আমাকে চড় মারার পর,

তোমার হাতের কি অবস্থা হয়েছে জানিনা।

তবে আমার বা গালে আর একটাও দাড়ি গজায়নি। 😛

 

#২

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ