আমরা পারি, বাঙালিরা পারে

নিরব সাগর ৩ জুলাই ২০২০, শুক্রবার, ১০:২৮:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

আমরা পারি,বাঙালিরা পারে।  ঘাড় বাঁকা  করে যদি বলে আমরা করব তাহলে পৃথিবীর অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে বাঙ্গালী।

 

বাঙালিরাই একক ভাষার জন্য জীবন দেয়া জাতি। নিজের স্বাধীনতা অর্জন করা জাতি। তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া জাতি।

বাঙালিরা আজো বাঙালি আছে তবে তাদের মাথা এখন অনেক উঁচুতে।

 

গোটা বিশ্ব যখন কভিড-১৯ নিয়ে হিমশিম খাচ্ছে, তার প্রতিকার তৈরিতে বিশ্ব সেবা সংস্থা নিরলস পরিশ্রম করে যাচ্ছে; সেখানে আমাদের ছোট্ট দেশ থেকে সাহসের সাথে বুক ফুলিয়ে আসিফ মাহমুদ স্যার দাবি করেছেন আমরা কভিড-১৯ এর প্রতিষেধক আবিষ্কার করতে যাচ্ছি।

 

আমি জানিনা সফলতা আমাদের কতটুকু হবে, তবে আমি মনেপ্রাণে বাঙালি হিসেবে বলতে পারি শব্দ যখন উচ্চারণ হয়েছে তাহলে তার পূর্ণ বাক্য একদিন তৈরি হবে। বাঙালি পৃথিবীতে  একক বৈশিষ্ট্যের জাতি, যারা চাইলেই অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। শুধু চাওয়াটাই বাঙালির আন্তরিক ভাবে চাওয়া হতে হয়।

 

ধন্যবাদ ডঃ আসিফ মাহমুদকে। আমরা অন্তত গর্বের সাথে তার নামটা বারবার বলতেই পারি। বলতে পারি তার সহযোগী আরো গবেষকদের কথা।

 

আবারো জয় হোক বাঙালীর, বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়াক, বিশ্বমানবতাকে সহযোগিতা করুক ছোট্ট জাতির বাঙ্গালী।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ