আজকাল সব একঘেয়ে লাগে

রেজওয়ানা কবির ১০ আগস্ট ২০২০, সোমবার, ১০:৩৪:৫০অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

এত ভাবি আর কিচ্ছু আশা করবো না তোমার কাছে,

কিন্তু অবুঝ মন কি আর তা মানে শত অভিমান থাকার পরেও তবুও শুধু চায় পাশে।

সারাদিন শুধু অপেক্ষায় থাকি,

কিন্তু তোমার কোন নেই সাড়া,

তুমি সবসময় চলে যাও আমায় দিয়ে ফাঁকি।

এটা কোন কথা!

তুমি কি একদমই বোঝ না আমার, তোমার প্রতি অজস্র অভিমান আর অভিযোগ।

যতই মুখে মেকি হাসি নিয়ে

সারা বাড়ি ঘুরে বেড়ালেও

সেই হাসির আড়ালে তোমার অপেক্ষায় তুমি থাক আমার একান্ত মনোযোগ।

না হয়ে রাগ করে কসম কেটে বলেছিলাম যে,

তুমি নক না করলে আমি নক করব না,

তাতে কি এমন হয়েছে,

তুমি একবারও বুঝলে না আমি কতটা কষ্টে সেই কথা বলেছি?

আর তুমি দেখ, কেমন বুদ্ধুরাম? সেই কথা ধরেই বসে আছ,

আর আমি তোমার অপেক্ষায় পুড়ে পুড়ে মরেছি।

তুমিতো খুব বলতে, আমি এত ডিস্টার্ব  করি

তুমি তাই বিরক্ত।

তাই তুমি চেয়েছিলে আমি যেন তোমাকে সুযোগ দেই,

তুমি নিজেই আমার খবর নিবে তোমার সময়মত।

রাগী ছেলে,

আর এইসব একদমই ভালো  লাগে না,

এইসব বাহানা আর কত?

তুমি বলতে ভালোবাসা কি এমন যে সবসময় টাচে থাকতে হবে?

,ভালোবাসা কি দেখাতে হয়?

আরও বলতে

যখন কোন যোগাযোগের কোন মাধ্যম ছিল না,তখন মানুষ কি ভালোবাসত না?

আমিও তোমার  সবকথা বিশ্বাস করে ছিলাম,

ভেবেছিলাম সব সত্যি,

কিন্তু এইসব আজকাল বড্ড মিথ্যা মনে হয়।

ভালো  লাগছে না রাগী ছেলে,

যেদিন আবার তোমার হাতে হাত রাখবো সেই দিন আসবে আবার কবে?

তুমি বলতে আমি নক না করলে, তুমি নিজেই আমাকে  মনে করবে,

তুমি আমাকে কেমন ভালোবাস?

যে আমার অভিমানই বোঝ না?

আমার ভিতরে তোমার জন্য যে আকাংখা লুকিয়ে আছে সেটাও খোঁজ না?

আজকাল সব একঘেয়ে লাগে,

তাই আর ডিস্টার্ব  করি না তোমাকে।

আমার তোমার প্রতি সব অনুভুতি থাকুক একান্তই আমার।

তাই আমার জন্য তোমার কাছে চাই না আজ কোনকিছু।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ