অ সুন্দর পংতিমালা

মোঃ মজিবর রহমান ২১ অক্টোবর ২০২০, বুধবার, ০৪:৪৯:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

বিরহ আর বিরহ
হাহাকার তারেই চাই
ক্ষত বুকে তত।

হোক প্রাপ্তি
যাক ঘুচে না পাওয়া
আসুক বুকে শান্তি ।

কাদা কি মাটি
শরীর নষ্ট অতি কষ্ট
পৌষ শীত আড়ষ্ট।

চামড়া উঠে ফাটে রক্ত
ব্যাথা মধ্যিকানে মন পাজোরে
দুখ যাতনা সইতেই।

লাইন চলে গেথে
ফুলগুলি ফুটছে ফালগুনেই
চক্ষু চাহনী ঐ।

মন দিল পাক থাক
খোদা দিবে গুনা মাফ
জিবন হোক পুর্ণময়।

আলতো ছুয়ে দাও
ক্ষনিকের দাড়িটাও ধমকে যাও
যাবে ভরে মনটাও।

মানব যন্ত্র কুমন্ত্র
খাচ্ছে নিজেরই মাংস
ঝড় হানবেই আঘাত।

জন্ম যেথা লাথি!
বেজন্মা বুঝ নারী
আনছে ধরায় তোরে।

দিছনা কষ্ট কাউরে
কষ্ট হানবে বুঝবি
নায় ক্ষমা পাপ।

আল্লাহর শাস্তি কঠিন
সইতে না পারবি
জ্বালা আর জ্বালা।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ