অ–কবিতায় অ এ

সাবিনা ইয়াসমিন ৩০ মে ২০১৯, বৃহস্পতিবার, ০১:০৬:৫০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

অ_

অনুভবে ছিলো অনুরাগ
অপেক্ষায় থেকেছে অভিমান,
অভিযোগে রাখা অপমানে
অনুযোগ গুলো বাড়িয়েছে অসম্মান।
অসম্পূর্ণ কথার অগোচরে
অন্তহীন পড়ে থাকে চিরচেনা
অধরা অবয়ব!
অসতর্ক অসচেতনতায় অপ্রকাশিত
অব্যক্ত প্রেমের অপমৃত্যু,
অ–কবিতা রয়ে যায় অসমাপ্ত...

এ_

এক রাত হতে অন্য রাতের দূরত্ব কত?
এক ভোর হতে আরেক ভোর!
এক জীবনের সমাপ্তি কি অন্য জীবনের সূচনা?
এক মৃত্যু কি অন্য মৃত্যুর সমর্পণ!
এক অ-কবিতায় একাধিক কবিতা জন্মায়,
এক অ-কবিতা কি পারে
এক অসমাপ্ত কবিতায় অবসান দিতে?
এক স্বপ্ন হয়ে অন্য স্বপ্নের ছন্দ নিতে
এক স্বপ্নের পথ কি ফুরোয়?...

আমাদের প্রেমের কবিতাটা লিখে রেখেছি মনের আখরে। তুমি থাকবে আমার অপ্রকাশিত ভালোবাসা হয়ে আমার অ-কবিতায়। ভালোবাসার কবিতা পাঠ  কভু ফুরাবে না। অনিয়মের ধারা ছিন্ন করে ফুঁটে উঠবো তোমার বাগানের রঙ্গনে...

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ