অর্পিতা ১৫

সঞ্জয় কুমার ৭ জুলাই ২০১৪, সোমবার, ০৮:৫৮:২২পূর্বাহ্ন গল্প, সাহিত্য ৮ মন্তব্য

আমাকে আপনি চিনবেন না । গত কাল রাতে রাস্তায় একটা ডায়রী পেয়েছিলাম সেখানে আপনার মোবাইল নম্বর ছিল । তাই ফোন দিলাম ।

কিন্তু আমার তো কোন ডায়রী হারায় নি ।

হ্যাঁ ডায়েরিটা আপনার নয় তবে আপনার কাছের কারও । আপনার নাম তো জয় তাই না ?

হ্যাঁ

তাহলে ঠিকই আছে ।
আপনি দড়াটানা মোড়ে আসুন ।

ঠিক আছে ।

কার ডায়রি কে জানে !!

আধা ঘন্টা পর.........

জয় ডায়রি টা হাতে পেয়েছে ।

একি এটা তো অর্পিতার ডায়রি !!!!
এখানে কি ভাবে এল ??

একটু ভাবতেই ব্যাপার টা জলের মত পরিষ্কার হয়ে গেল । গতকাল একসিডেন্ট করার পর হয়তো ওর ব্যাগটা হারিয়েছে । কেউ পেয়ে টাকা পয়সা সব নিয়েছে ডায়রি টা ফেলে দিয়েছে ।

অন্যের ডায়েরি পড়া যদিও ঠিক নয় । কিন্তু অর্পিতা তো আমার পর নয় । সে আমার সবচেয়ে আপন । ডায়রি পড়ার লোভ সামলাতে পারলাম না ।

এক নিঃশ্বাসে পুরোটা শেষ করলাম ।
অর্পিতা আমাকে এত ভালবাসে !!কিন্তু কখনও সেটা প্রকাশ করেনি !!
এজন্যই হয়ত লোকে বলে মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফোটে না ।

প্রথম দেখার দিন হতে সব কিছু ও লিখে রেখেছে ।
আমি সত্যিই ওর চোখের ভাষা বুঝতে পারিনি । কিন্তু আমার ভাললাগা ওর চোখ এড়াতে পারিনি ।
এখন হাসপাতালে যেতে হবে অর্পিতা কেমন আছে কে জানে ?

চলবে....,............

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ