অর্পিতা ১৪

সঞ্জয় কুমার ৪ জুলাই ২০১৪, শুক্রবার, ১২:০৪:৩২পূর্বাহ্ন গল্প, সাহিত্য ২০ মন্তব্য

ডাক্তার সাহেব অর্পিতা কেমন আছে?

নাউ সি ইজ আউট অব ডেঞ্জার । যত বেশী ভেবে ছিলাম অত বেশী ইনজুরি হয়নি । তবে ডান হাতের আঘাত টা একটু গুরুতর ওখান থেকেই বেশী ব্লাডিং হয়েছে । এক ব্যাগ রক্ত দিতে পারলে ভাল হত ।

আমি রক্ত দেব ।

আপনার রক্তের গ্রুপ কি ?

O- আমি সবাইকে রক্ত দিতে পারব ।

হুম তা পারবেন তারপরও আপনার রক্ত পরিক্ষা করে নিতে হবে ।

কিছুক্ষণ পর.......

হ্যাঁ আপনি রক্ত দিতে পারবেন । কিছু মনে করবেন না রোগী আপনার কে হন ?

জয় কিছু বলছে না

মিলন এগিয়ে আসল
ডাক্তার সাহেব রোগী ওর বাকদন্তা ।

ওহ সরি । আসলে আমরা চাই রোগীর কাছের মানুষ কেউ থাকলে সেখান থেকে রক্ত নিতে ।

ঠিকআছে আপনি শুয়ে পড়ুন ।

জয় জীবনে প্রথম রক্ত দিল । ওর রক্ত এখন অর্পিতার শরীরে প্রবেশ করছে । তারপর সেটা হৃদপিন্ডের সাহায্যে সারা শরীরে ছড়িয়ে পড়বে ।
অর্পিতা ওর রক্তে মিশে গেছে ।

ডাক্তার : আঘাত তেমন গুরুতর নয় তবে অতিরিক্ত রক্তক্ষরণ জনীত সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল । যেহেতু রক্ত দেয়া হয়েছে এখন আর কোন ভয় নেই । আশা করছি দ্রুতই জ্ঞান ফিরবে ।

জয় সারারাত অর্পিতার পাশে থাকতে চেয়েছিল । অর্পিতার সাথে কথা না বলা পর্যন্ত ও জল পর্যন্ত ষ্পর্ষ করবে না ।

তবুও রোগীর পাশে বেশী মানুষ থাকা যাবেনা এই অযুহাতে মিলন জয় কে হোষ্টেলে নিয়ে এসেছে ।

সকাল ছয়টা............

একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসল

হ্যালো আপনি কি জয় বলছেন ?

হ্যাঁ কিন্তু আপনি কে?

চলবে....................

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ