অন্তিম

ইশতিয়াক হাসান ২৫ মার্চ ২০১৪, মঙ্গলবার, ১১:২২:৫৮অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

শেষ বিকেলের রোদ এসে যখন মিশে গেলো আমা্র বারান্দায়
তখন ই আমার মনে পড়লো আমার অন্তিম বেলার কথা।
আমি যে ত্যাগ এর বেড়াজালে নিজেকে আটকে রেখেছি সে ত্যাগ ই আজ আমার গলার কাঁটা হয়ে দাঁড়ি্যেছে।

জানো তো?
ভালোবাসা হল অসীম ত্যাগ এর দুঃসাহস ....
আমি সে দুঃসাহসী।
আমার দুঃসাহস এতই তীব্রতর ছিলো যে আমি নিজেই এর তীব্রতায় নিজের অস্তিত্বের বিনাশ করে ফেলছিলাম।
কবির অসুখ বলে একটা কথা আছে।
সেই অসুখেও পড়েছিলাম।
আজো ভালো করতে পারে নি কোন বদ্যি ডাক্তার।

এলো্মেলো অনুভুতির মাঝে একটা ছন্দ আছে
আমি সেই ছন্দের অন্ত্যমিল খুঁজতে অভ্যস্ত
সেই অভ্যস্ততাই একদিন কাল হয়ে দাঁড়াবে কে জানত?
এতকিছুর পর ও সেই অভ্যস্ততার দাস আমি আজো থেকে গেলাম।

ফিরে আসি-
শেষ বিকেলের রোদ টা যদিও জানান দিয়েছিল অন্তিম পর্যায়ের
তারপর ও কেনো জানি না সেই রোদ আমি উপভোগ করছিলাম।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ