অনাহারীত মানুষ

নিরব সাগর ৮ মে ২০২০, শুক্রবার, ০৪:১৪:৩৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

সুষম বণ্টনে সজ্জিত পৃথিবীতে আমাদের আহার কই;কেউ তা বলতে পারেনা তাই আমরা অনাহারীত।

সভ্যতার এই শৌখিনতা বিলাসীতার কাছে আমাদের ক্ষুধা কিছুই নয়; তবুও অনাহারে থাকে আমাদের পেট।

 সময়ে চাকা ঠিকই চলছে অথচ আমাদের শরীর ঠিকমত চলে না; কারণ প্রতিনিয়ত আমরা থাকছি উপোস।

 সমাজপতিরা অনেক টাকা ব্যয় করে জাদুঘরে মমের মমি দেখতে যায়; তারপরও কেউ আমাদের দিকে তাকায় না।

কিন্তু প্রকৃতির জীবন্ত মমি আমরাই; আমাদের হাড় নাড়িভুঁড়ি শুকিয়ে পেট পিঠের সাথে ঠেকে গেছে।

আমাদের এই জীর্ণ-শীর্ণ মমিতে এক ফোঁটাও কোন খাঁত নেই; আছে শুধুই সামান্য কিছু রক্ত নিঃসরণ।

 সভ্যতা কিংবা সমাজপতি কোন কিছুই ছুঁয়ে দেখতে পারেনি আমাদের; যা ছুঁয়েছে তা কেবলই অপরিসীম ক্ষুধা।

 সৃষ্টির কারোর চোখে পড়ে না আমাদের মমি আকৃতির অবয়ব এই জন্য যে, আমরা কখনো থাকি না অনাবৃত।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ