অতন্দ্রিলা ও একটি দুপুর

ইকু ২৮ এপ্রিল ২০১৪, সোমবার, ১০:২১:৫৯অপরাহ্ন গল্প ১২ মন্তব্য

পকেটে হাত দিয়ে দেখি পকেট ছেঁড়া,এদিকে সিগারেটে আগুন দিয়ে দিয়েছি।
টাকা কোথা থেকে দিব এখন?
এদিক ওদিক তাকালাম নাহ টাকা গুলো আশে পাশে কোথাও পড়েনি।
সিগারেট এর দোকানে কি বলব যে আমার টাকা নেই? নাকি ঝেড়ে একটা দৌড় দিব তাই ভাবছিলাম__

তুমি আবারো সিগারেট খাচ্ছ?
তাকিয়ে দেখি অতন্দ্রিলা, একটা হাফ ছাড়া নিঃশ্বাস দিতে দিতে আঁটকে ফেললাম,
-এই তোমাকে না আজকে দারুন লাগছে, পার্লারে গিয়েছিলে বুঝি?
-তুমি আমার মুখে মেকআপ দেখেছ কোনদিন? পার্লারে না গেলে কি আমায় সুন্দর লাগেনা?
বুঝলাম ভুল কথা বলে ফেলেছি,এখন কি বলা যায় তাই ভাবছি_
-অ্যাঁ ! ইয়ে, মানে তোমাকে তো সবসময় ই দারুন লাগে।
-বাদ দাও তো এসব কথা, জীবনেও কখনো ভালো করে তাকাওনি আমার দিকে সেটা আমার জানা আছে। তুমি আবারো সিগারেট খাচ্ছ কেন? তুমি না বলেছ সিগারেট ছেড়ে দিবে?
-হ্যাঁ! ছেড়ে দিব তো, এটাই লাস্ট সিগারেট আর খাবনা, প্রমিস।
-এই পর্যন্ত তুমি কয়টা লাস্ট সিগারেট খেলে? আর এসব মিথ্যে প্রমিস গুলো না করলে হয়না?

বুঝলাম বাতাস একদম অনুকুলে যাচ্ছেনা আজকে। পরিস্থিতি আরও প্রতিকূলে যাওয়ার আগেই যা বলার বলে দিতে হবে।
-অ্যাঁ ! ইয়ে ! অতন্দ্রিলা , তোমার কাছে দশটা টাকা হবে?
-ঠিক দশ টাকা কেন?
-অ্যাঁ ! মানে_ প্যান্টের পকেট ছেঁড়া, টাকা সব পড়ে গেছে কোথাও। এখন সিগারেট এর বিল দিতে পারছিনা। দাওনা প্লিজ , তোমাকে কাল ঘুরতে নিয়ে যাব।
-তোমার তো আমাকে গত সপ্তাহে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি না একটা ইয়ে। আর এসব ছাই পাশ এর বিল আমি দিতে পারবোনা। বলেই অতন্দ্রিলা মুখ ঘুরিয়ে উল্টো দিকে হাটা শুরু করে।

আমি হেসে ফেললাম, অতন্দ্রিলা কেমন জানি বাচ্চাদের মত থপ থপ করে হাটে। দুপুরের কড়া রোদে অতন্দ্রিলাকে সূর্য পরীর মত লাগছে,
যদিও সূর্য পরী কি আমি জানিনা। তবে আমি জানি যে অতন্দ্রিলা একটু পরেই ফিরে আসবে, দশ টাকা দিবে সিগারেটের দোকানে।
এর পর আমাকে নিয়ে কোথাও যাবে, বসব আমরা, গল্প করে করেই সূর্য টাকে অস্তমিত করে দিব। আমি অপেক্ষা নিয়ে তাকিয়ে আছি, জানি ও আসবেই।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ