অচেনা প্রকৃতি

ফজলে রাব্বী সোয়েব ৯ জুলাই ২০২১, শুক্রবার, ০৫:৫০:৪৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
আস্তে আস্তে মনের আনন্দকে গিলে খাচ্ছে
যেন কোন এক অজানা বাঘ!
এত মৃত্যু, এত লাশ চারিদিকে,
এত আহাজারি, এত বাঁচার তাগিদ,
এত বাঁচানোর তাগিদ, গগন বিদারী চিৎকার!
এখন আর দেখি না কোন খবর,
জানতেও ইচ্ছা করে না!
কী হবেই বা জেনে? শুধুই তো জানা যায়
কিছু সংখ্যা, আজ এতজন, গতকাল এতজন!
সবুজ সতেজ সকাল দেখা হয় না অনেক দিন।
ঘুম ভাঙ্গানিয়া পাখি যেন ভুলে গেছে ঘুম ভাঙাতে।
আকাশের নীলটাও হয়ে গেছে ম্যাড়ম্যাড়ে।
সমুদ্রও হয়তো এখনও আর গর্জন করে না
মন খারাপ করে।
পাহাড়গুলোও হয়তো কাঁদে নীরবে, নিভৃতে।
চোখ বুজলেই দেখি সারি সারি ঘোলা চোখ,
চোখ খুললে দেখি নিষ্ঠুর প্রকৃতি!
না পারি ঘুমুতে, না পারি জেগে থাকতে!
তারপরও বেঁচে আছি এক আশায়,
হয়তো অচিরেই সংখ্যাটা নেমে আসবে শূণ্যে,
হয়তো অচিরেই ঘুমের ভেতর
দেখতে হবে না অসংখ্য ঘোলা চোখ,
হয়তো অচিরেই ঘুম ভাঙ্গানিয়া পাখির
কোলাহলে ভাঙবে সবার ঘুম।
বেঁচে থাকাটা যেন বেঁচে থাকার মতই হয়,
সেই আশাতেই বেঁচে আছি হয়তোবা!
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ