অক্ষমতা

সালমা আক্তার মনি ১১ অক্টোবর ২০১৬, মঙ্গলবার, ০১:৪১:১৮পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

এইটুকুনই চেয়েছিলাম ,
বাড়িয়ে দিলে হাত ।
তোমার হাতটি পাবো
থাকুক যতোই সংঘাত।,
দিলে! কিন্তু নির্ভরতা পাইনি।

একটু খানি আশা ছিলো,
তোমার বুকের মদ্ধিটায়,
ঝড় বাদল আর চৈত্র ঘামে
শুধুই আমার হবে ঠায়।
দিলে! কিন্তু হৃদয়টাতো পাইনি।

এত্তটুকুই চাওয়া ছিলো,
বেশি কিছু চাইনি।
মাঘের শীতে তোমার ওমে রাত কাটাবো
দিলে! কিন্তু উষ্ণতাটা পাইনি

একটাইতো জীবন আমার
শরীর মন আর যৌবন
তোমার তরেই সঁপেছিলাম,
নিলে! কিন্তু উজাড় করে নাওনি।

আচ্ছা বলো কি লাভ হলো ,
দেয়া নেয়ার ঘাটতিতে?
জীবনটাতো জীবন হতো ,
চেঁটে পুটে প্রাপ্তিতে।

এখনও এই দন্দ আমায়
নিত্য করে দহন!
এমন কেন হলো বলো
গ্রহণ হলো বিসর্জন?

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ