আজ তোমাকে উঠতে হবে খুব সকালে
যেতে হবে সেই মুক্তির মিছিলে
যে মিছিল চলে আসছে যুগ যুগ ধরে……….
মানুষের অধিকার আদায়ের লক্ষে।
তুমিও সামিল হও সেই মিছিলে।
আজ নামবো মোরা রাজপথে
ভাঙবো মুক্তির সমস্ত তালা।
ছিনিয়ে আনবো শত বছরের সেই কাঙ্খিত বিজয়!
বিলিয়ে দেব সকল মানবতার মাঝে।
Thumbnails managed by ThumbPress
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
বিজয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকুক —
ভালো লিখেছেন ।
শুভ কামনা ।
বেলাল হোসাইন রনি
ধন্যবাদ দাদা, এমন একটি অসাধারন মন্তব্য করার জন্য।
নীলকন্ঠ জয়
মানবতার জন্য লড়াই হোক , বিজয় আসবেই…
ছোট কিন্তু সুন্দর কবিতায় ভালো লাগা।
বেলাল হোসাইন রনি
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
ছিনিয়ে আনবো বিজয়.
ভালো লেগেছে ছোট্ট কবিতা (y)
বেলাল হোসাইন রনি
ধন্যবাদ দাদা, বিজয় অবশ্যই আমাদের আসবেই।
ছন্নছাড়া
ছোট কিন্তু অনেক সুন্দর ……।
বিজয় আমাদের হবেই ………।।
শুভ কামনা
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ ভাই, বিজয় যে আমাদের হতেই হবে।
স্বপ্ন
ছোট সুন্দর কবিতা (y)
বেলাল হোসাইন রনি
ধন্যবাদ
খসড়া
শুভ কামনা।