নগ্ন পৃথিবী, নগ্ন সমাজ
নগ্ন এ জীবন ধারা,
ভদ্রতার মুখোশে মোড়া।
ভালবাসার আড়ালে থাকে
স্বার্থের টানাটানি,
ভালবাস কি না বাস
স্বার্থটা আগে জানি।
ভালবাসার মুখোশ পড়ে
আবেগের অভিনয়,
মুখোশের আড়ালে
ভালবাসার নগ্নতা বিষাদময়।
Thumbnails managed by ThumbPress
১২টি মন্তব্য
প্রহেলিকা
এই নগ্নতা এখন ভালবাসার রন্ধ্রে ঢুকে গেছে। বিশুদ্ধতা ফিরে পাবার আশা ক্ষীণ। ভাল লিখেছেন কবি। শুভেচ্ছা জানবেন। -{@
মানিক পাগলা
তবুও আমরা ভালবাসি।তবুও আমরা আশায় বুক বাঁধি।
ধন্যবাদ প্রহেলিকা
পেন্সিলে আঁকা পরী
ভালো লাগল।
মানিক পাগলা
ধন্যবাদ পরী
কিন্তু প্রশ্ন হইলো আপনাকে পেন্সিলে আঁকলো কে???
নীহারিকা
একদম সত্যি কথা।
মানিক পাগলা
পাগলায় সব সময় সত্যি কথায় বলে। কিন্তু মাঝে মাঝে কেউ বিশ্বাস করে না। মনে করে পাগলের প্রলাপ।
ধন্যবাদ নীহারিকা
শুন্য শুন্যালয়
ভালোবাসা বলে সত্যিই হয়তো কিছু নেই…
মানিক পাগলা
ভালবাসা বলে সত্যিই কিছু আছে, কিন্তু তা আমাদের নাগালের বাইরে। যন্ত্রযুগের এই যান্ত্রিকতায় আমরা ভালবাসা থেকে অনেক দূরে সরে গেছি।
ধন্যবাদ শুন্য শুন্যালয়
জিসান শা ইকরাম
কি আর করা , এমনটাই তো হয়ে আসছে ।
মানিক পাগলা
আসলেই কিছু করার নাই। কিছু করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। এখন শুধু হাহুতাশ করা ছাড়া কিছু করার নাই। জিশান ভাই
লীলাবতী
পাগলা ভাই -{@
মানিক পাগলা
লীলাবতী \|/