পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা। পদ্মার বুকে আগামীকাল পদ্মা সেতুর উদ্বোধন ঘটবে। এপার-ওপারের মাঝে হবে মিলবন্ধন। পদ্মা নিয়ে কত স্মৃতি ঘিরে আছে। অনেক দিন ধরে ভাবছিলাম কিছু কিছু টুকরো স্মৃতি শব্দের মালা গেঁথে জুড়ে দেয়ার। দক্ষিণবঙ্গে বাড়ি। লঞ্চ ছাড়া বিকল্প কোন পথ ছিল না। এই লঞ্চ যাত্রা আনন্দময় ছিল, তেমনি মাঝে মাঝে [বিস্তারিত]