*আশ্রয়*

আলপনা করিম ২২ মে ২০১৮, মঙ্গলবার, ১০:৫২:৪৪অপরাহ্ন বিবিধ ১১ মন্তব্য

"আলপনা করিম"

দিনান্ত করেছি তোমার জন্য
আঁখি মেলে দেখি রাত ভোর হলো প্রায়!
দিনে দিনে এমনি করেই দুঃখ, কষ্ট, ক্লান্তি
ভিড় করে হৃদয়ে গড়েছে অভিমানের পাহাড়।
প্রতিটি মৌন বিকেলে আমি আমার নীল কষ্টগুলোকে
সবুজ রঙ দেয়ার চেষ্টা করেছি।

ঝড়াপাতা মাড়িয়ে চলা এক বিকেলে ম্রিয়মাণ সূর্যকে ফিসফিসিয়ে বললাম, নাওনা গো...
আমার দুঃখগুলোকে তোমার সাথি
করে নিয়ে যাও চিরতরে।
অস্তগামী সূর্য হঠাৎ বলে উঠলো, তবে কি ভালোবাসবে আমায়? আগামী দিনগুলোতে আমার তাপের প্রখরতায় শুষে নেবো তোমার সমস্ত কষ্ট, অভিমান আছে যত।

একটু শান্তির আশায় গেলাম সাগরের কাছে,
গিয়ে দেখলাম এ এক অন্য রূপ তার!
কূলজুড়ে জল, বুকভরা ঢেউ আর নেই।
কৃষ্ণপক্ষের ভাটা তার বুকের অনেকটা শুষে নিলেও প্রাণভরা উচ্ছ্বাস কিন্তু তার ঠিকই আছে।
বললাম একটু স্বস্তি দেবে আমায়?
গর্জন করতে করতে সাগর বললো,
যদি ভালোবাসা তবে বুকে এসো নিয়ে যাবো বহুদূর!
কথাটায় কেমন আঁচড় কাটলো বুকে
স্বার্থপরতার গন্ধ পেয়ে ফিরে এলাম
নোনা জলে ভাসিয়ে দু'চোখ।

ঝরনার অবিরাম হাতছানি উপেক্ষা করতে না পেরে
ছুটে গেলাম তার কাছে।
ঝরনা আমায় আপ্লুত করে, আকুল করে হৃদয়,
প্রেমাক্রান্ত করে মন।
তার অবিরাম ঝরনাধারায়
নয়নজলে সিক্ত হচ্ছি বারবার।

সবুজ বনানীতে ঘেরা পাহাড় আমায় ডাকছে,
শুনছি তাই কান পেতে।
বৃষ্টির পায়ে নূপুরনিক্বণ তুলে বাতাসেরা ছান্দিক লয়ে সুখের পসরা সাজায়।
পরক্ষণেই ভাবি, নিকষ কালো কষ্টে স্থির হয়ে থাকা পাথর, মাটির কান্নাই বা শুনে ক'জনা? তাই ভেবে উদাস নয়নে আকাশে চোখ রাখি।

আকাশের নীলে হৃদয়ের সব রঙ মিলিয়ে মেঘের ভেলায় ভেসে যেতে যেতে হঠাৎ থমকে গেলাম আমি।
সম্বিত ফিরে পেলাম যেন।
মনে মনে ভাবলাম আকাশ সেতো অনুভবের বিষয়, হৃদয়ে তা ধারণ করতে হয়।
আমি না হয় নিজ ভুবনেই থাকি মনের ঘরে আকাশ এঁকে রাখি।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ