পুরুষ

অরুণিমা মন্ডল দাস ১৫ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৬:২৩:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

12345590_1729663507267813_9039129985283672739_n
আসবে বলে আস নি
আরব্যরজনীর রোমাণ্টিক ঝর্না শুকালো গুজরাটের কালো মাটিতে
বাসবে বলে বাসনি
পপ গানের ধামাকা ভাঙড়া নাচে মিশল।

মাতৃদুগ্ধের গন্ধ এখনও কি চাউমিন চাইনিজে খুঁজে পাও?
মায়ের কোলে মাথা দিয়ে না ঘুমোলে প্রেমিকার শরীরও বিষ লাগে?
প্রাইমারী হাইস্কুল পেরোনোর পর কলেজেও কি মনে পড়ে রোদ্দুরে বৃষ্টিতে হাত হাত রেখে বর বৌ,
চোর পুলিশ খেলার পুরোনো সাথির কথা?

ভালো লাগাটা সরকারী জল পরিষেবায় ঘন্টার পর ঘন্টা বদলায়
সে বসেছিল নির্জনে
বেদনায় শুষ্ক মুখ ,বধির কান, ধ্বংসের বোমার আওয়াজ শুনতে পেল না!
প্যারিসের জঙ্গিহানায় রক্ত মাংস ছিটকে পড়ল গালে!
ভারত পাকিস্তানের কাঁটাতার পেরিয়ে মুক্তির আকাশে উড়তে চাইল!
তুমি তাঁকে আছড়ে মাটিতে ফেললে পাগল বানিয়ে চোখ উপড়িয়ে ,
রক্ত শুষে, নিয়ে ভুল জীবাণুযুক্ত রক্ত শরীরে প্রবেশ করিয়ে ,ব্লাড ক্যান্সারে আধা মরা করলে? ?

এক সঠিক স্ত্রৈণ ভদ্রলোক স্বভাবে সকালের সংবাদপত্র হাতে,
চশমা নাড়ানো সেই পুরুষ।

শালীনতা
ঘড়ির দিকে তাকিয়ে আছি।
বনমালী সাজে গাছের ডালপালা আঁকড়ে ধরলে
অসভ্যতার ইঙ্গিতে সভ্যতার দোহাই দিয়ে নগরকেন্দ্রিক সভ্যতা নিদর্শন
ক্ষুধার্ত নেকড়ে
সৌন্দর্য গ্রাস করতে করতে দুর্বল হয়ে অশালীন স্তম্ভই খুঁজে পায় ভালোবাসার পিরামিডে!

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ