শান বাঁধানো এই পথের ধারে আজও ফোঁটে ঘাসফুল,
নুড়ি-ধুলিমাখা চিরচেনা এই পথে স্মৃতিরা জড়িয়ে আছে  মিহিদানার মতোন,

ভোরের আলোয় স্নিগ্ধ পরশে জুড়িয়ে থাকে এই পথ এই ঘাট,
ছড়িয়ে সেই সোনালী গোধুলির আলতো মায়া,
সুফি অন্তর জেগেছিল বারংবার যার ছোঁয়ায়
সে-কি মনে রেখেছে তারে?

তবে কি স্মৃতিরা হারিয়ে যায় প্রকৃতির খোলা প্রান্তে-প্রান্তরে…

*********************************************************************************

কত লেখা মুছে যায়, হারিয়ে যায় ড্যাসবোর্ডের গোলমালে,
লেখা কি থেমে যায়/ যেতে পারে?

অক্ষত ক্ষতের চিহ্ন নিয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকে ভোরের শুকতারা হয়ে,

মিলিবে/মেলাবে সব ভাঁজ খোলা বাঁজপড়া ঐ আসমানে-ই..

**********************************************************************************

আকাশে উড়তে উড়তে পানিতে নেমে আসে ক্লান্ত পরিযায়ী, জলে-তেই তার জীবন।

ফসিলের গায়েও থাকে জন্মদাগ,
হাড়-মজ্জা শুকিয়ে চৌচির, তবুও অটুট জন্মনিবন্ধন।

একরত্তি বীজ
একফোঁটা জল
মেঘে মেঘে সয়লাব উর্বর বনাঞ্চল,

নিকানো উঠোন ফুঁড়ে চাঁদ হাসে, হাসে সাক্ষ্যের হাসি/
সব-ই ফাঁদ পাতা গেরস্তের ফাঁকিজুঁকি গেরস্থালী..

 

 

ছবি-আমার 🙂

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ