স্বপ্ন ভেঙ্গে যায় বিপর্যস্ত পথিকের

মোকসেদুল ইসলাম ১০ নভেম্বর ২০১৪, সোমবার, ১১:৩০:৪৭পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

পথিক, এটা তোমার বাসযোগ্য পৃথিবী নয়
স্বার্থন্ধতার জালে এখানে বন্দি সবাই
রক্তের হলি খেলায় মেতে ওঠা মানুষ সুখ খোঁজে বিটোফেনের করুন সুরে
জন্মান্তরের পাপে আবদ্ধ মানবেরা পূজারীর তপস্যা ভেঙ্গে
লুটে নিয়ে যায় ভরা অষ্টমীর চাঁদ।

ওহে পথিক, এটা তোমার বাসযোগ্য পৃথিবী নয়
চোখে-মুখে লোলুপতার ছাপ এঁকে অতৃপ্ত আত্মরা এখানে ঘুরে বেড়ায়
নারী দেহের নরম মাংস খাবে বলে,
সৌদামিনী স্বপ্ন কেড়ে নেওয়া পুরোহিত নিষিদ্ধ ঘরে সমস্ত অঞ্জলি ঢেলে দেয় বেশ্যার জঠরে।

পথিক, এটা তোমার বাসযোগ্য পৃথিবী নয়
এখানে ঈশ্বরও মাঝে মাঝে স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়
খদ্দের বেষ্টিত ফুটপাতে অন্নের থালা নিয়ে বসে যায় অসমর্থ বয়োঃবৃদ্ধ পিতা
পাশ দিয়েই হেঁটে যায় সুতীব্র গন্ধ মেখে উত্তরাধুনিক সন্তান!

ঈশ্বরের ঘরে বসে এখন মানুষ হত্যার ছক আঁকা হয়
পবিত্র গঙ্গার পানি দূষিত হয়ে যায় সাম্প্রদায়িকতার রক্ত লেগে
মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যা করে উল্লাসে মেতে ওঠে নমরূদের মতো
বুনো বৈশাখী ঝড়ের মতো লন্ডভন্ড করে দেয় গরীবের স্বপ্ন।

পথিক এটা তোমার বাসযোগ্য পৃথিবী নয়।

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ