শরণার্থী

সিহাব ২০ জুন ২০১৪, শুক্রবার, ০৭:৫২:২৭অপরাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

ধরণী ছিল অখন্ড

করেছি তাকে শত খন্ড !

কখনো বাহুর জোরে

কখনো স্বার্থের লোভে !

যারা ছিল গতকাল একই সুতোয় গাঁথা

একটি অখন্ড রঙ্গিন সুখের নকশী কাঁথা !

হঠাত করেই হায়েনার আঁচড়ে

শত খন্ডে ছিন্ন হল !

সুঁইয়ের এক ফোঁড় থেকে আরেক ফোঁড় দিয়ে

বহু দিনের যে আত্মীয় বন্ধন হয়েছিল,

তা বহু কালো হায়েনার নোখের আঁচড়েই

ক্ষত-বিক্ষত হল !!

নিক্ষিপ্ত হল মানুষ নিজের মাতৃভূমি ছেড়ে

অজানা দেশে-প্রাণের মায়ায় !

কখনো জাতের অজুহাতে

কখনোবা ভিনদেশি বলে !!

আজ তাঁদের দেখার কেউ নেই

নেই কেউ আজ সেই পুরাতন নকশী কাঁথা ফিরিয়ে দেয়ার!

রঙ্গিন না হোক হালকা ছেঁড়াটাও কেউ কি দিবে?

সেই নকশী কাঁথা আজ তাঁদের স্বপ্নের মাঝে ঘুরে !

অতীতের এই সু-স্বপ্ন

আজ তাদের দুঃস্বপ্নের চেয়েও বেশি কষ্ট দেয় !

হারানো সেই দিন গুলি ফিরিয়ে দেয়ার কেউ নেই,

দিতে তো পারি পরিপূর্ণ সম্মান তাদের-মানুষ হিসেবে !

পারি না কি ??

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ