মোহনীয় ডুগডুগি

নিরব সাগর ২৫ আগস্ট ২০২০, মঙ্গলবার, ১২:২৮:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

""মোহনীয় ডুগডুগি ""

 

অতি সাধারণ ও ছোট একটি বাদ্যযন্ত্রের নাম ডুগডুগি । যা কিনা  হাতে থাকে ফেরিওয়ালার , বাজিগরের, নিম্নশ্রেণীর ব্যবসায়ীদের ।

আমাদের দেশের গ্রামগঞ্জে  এই যন্ত্র বাজিয়ে বাচ্চাদের আকৃষ্ট করা হয় । অত্যান্ত মোহনীয় তার শব্দশৈলী ।

গ্রামে জন্ম নেওয়া প্রতিটা বাচ্চা এই যন্ত্রের সাথে পরিচিত।সবাই এই যন্ত্রের শব্দ শুনে একটি বারের জন্য হলেও ছুটে গেছে  তার কাছে । গ্রামে জন্ম নেওয়া কেউ এটা অস্বীকার  করতে পারবে না ।

 

আজকাল অনেক কম শোনা গেলেও এক সময় ব্যাপক প্রচলন ছিল এই যন্ত্র বাজিয়ে বাচ্চা একত্রে করে সাপ খেলা , বানর খেলা ,ম্যাজিক খেলা দেখানোর।

সময় বদলে গেছে , পরিবেশ পালটে গেছে অনেক তবে সেই ডুগডুগির মোহনীয় শব্দটা কাল পরিক্রমায় এখনো একই আছে ।

এখনো সেই আগের মত জোর আছে , এখনো সেই আগের মত মন টানে । এখনো ডুগডুগির শব্দ শুনে সবাই একত্রে গোল হয়ে বাজিকরদের খেলা দেখতে বসে যায় ।

বৃদ্ধ বনিতা থেকে শুরু করে গ্রামে জন্ম নেওয়া প্রতিটা মানুষে অন্তরে যেন এই সুরটা বেধে আছে ।

আমৃত্যু বেঁচে আছে  আগের মত করে ।

সবার অন্তরে চিরকাল ধরে বেঁচে থাকুক

এই ডুগডুগি।

 

ফ্যাক্ট :  এই বয়সে ডুগডুগির শব্দ শুনে ছুটে যাওয়া ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ