ভুল গুলো শুধরে নেই

নিরব সাগর ৮ জুলাই ২০২০, বুধবার, ১০:১৬:৩৩পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

প্রিয়তম, ছোট্টবেলার গোল্লাছুট, দাড়িয়াবান্ধা খেলার ভুল শোধরানোর মত ;আমরাও থুক্কু কিংবা আলাব্বো দিয়ে নিজেদের ভুলগুলো শুধরে নেই।

 এখনো সময় শেষ হয় নি, বাজেনি ফুটবল খেলা শেষ করে দেয়া রেফারি লম্বা বাঁশি।  অপসাইড, ফাউলের মত ছোট ছোট ভুলগুলো ফ্রিকিক  দিয়ে উড়িয়ে দেই।

 ক্রিকেট খেলার মাঠ আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, তৃতীয় আম্পায়ার কর্তৃক শুধরে নিয়ে; টিকে থাক খেলার মাঠের দুজনার মিল বন্ধন।

মার্বেল খেলার মতো নিজের সব ভুলগুলো  কাটকুট করে নেই। তারপর স্টেট,নো-স্টেট যেভাবে ইচ্ছা চলুক এই সম্পর্কের খেলা।বাদ যাক সব ফাইন কিংবা ডন্ডি।

  প্রতিটা খেলাতেই ছোটখাটো ভুল হয়ে থাকে, থাকে নিজেকে শোধরানোর সুযোগ। জীবন খেলাতে তুমি আমি না হয় সেই ব্যবস্থায় গ্রহণ করলাম।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ