ভাষার মাসের শুভেচ্ছা

হালিমা আক্তার ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১২:০৪:১৯পূর্বাহ্ন অন্যান্য ৪ মন্তব্য

সেদিনও পলাশ, কৃষ্ণচূড়া ফুটেছিল। ফুটেছিল শিমুল। ভালোবাসার আবির মেখে সেজেছিল আকাশ। ফাগুনের বসন্ত বাতাসে কনে বউ লাজে টেনেছিল ঘোমটা। লাল শাড়ির আঁচল স্নান করেছিল শহিদের বুকের রক্তে। ফাগুনের আগুন ঝরে পড়েছিল রাজপথে। রক্তের হোলি খেলায় মেতে ছিল শাসকের বুলেট। ওরা জানে না, বাঙালির বুকে শুধু ভালোবাসা থাকে না। ওই বুক চিরে বের হয়ে আসে ভিসুভিয়াসের আগুন। প্রিয়তমার চুম্বনে আগুনের ফুলকি হয়ে জ্বলে উঠেছিল কৃষ্ণচূড়া। রক্তের রঙ আর পলাশ, শিমুল হয়েছিল একাকার। সৃষ্টি হয়েছিল একটি একুশের। একুশ একটি সংখ্যা নয়, নয় কোন দিন ক্ষণ। একুশ আমার ভাইয়ের রক্তে কেনা বাংলা বর্ণমালা। একুশ আমার অহংকার। একুশ আমার ভালোবাসা।

ছবি সংগ্রহ- নেট থেকে।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ