বাবা তুমি এগিয়ে যাও

জসীম উদ্দীন মুহম্মদ ১২ নভেম্বর ২০১৪, বুধবার, ১০:০৬:৫৩অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

ওঠো বাবা ঐ ডাকে মুয়াজ্জিন
স্মৃতির ক্যানভাসে এখনও ভাসে সেদিন ।
ভোরের শুভ্র হাওয়া দোলে সাথে আমার পরাণ খানি
শুকতারা মিটি মিটি জ্বলে মনের দুয়ার খোলা জানি ।
দিনমণি যায় অস্ত , নিশির তিমির নামে
তোমার ভালবাসা কিনিব বাবা বল কি দামে ।
ফুরায় বেলা ফুরায় খেলা কালের মহাকাশে
এই মন জনম জনম শুধু তোমায় ভালবাসে ।
অংকুর থেকে মহীরুহ ; আজ মোর যত অবদান
লতা গুল্মের মত জড়িয়ে থাকা সকলি তোমার দান ।
অঢেল মায়া অশেষ ছায়া সারাটি জীবন ভর
হৃদয় বীণায় গেয়ে যায় গান কে আপন কে পর ।
এখনও বাবা আমি যে সদাই তোমার স্নেহের ছায়
ক্ষম মোর যত অপরাধ দুপায়ে দিও ঠায় ।
আরশিতে দেখি খোদার আরশ তোমার পবিত্র নিশান
মুটে মুজুর কুলি কিবা হও না তুমি কিষাণ ।
দূর হউক রোগ শোক আসুক প্রশান্তির দখিনা বায়ু
বাবা তুমি এগিয়ে যাও হোক হাজার পরমায়ু ।।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ