দুই একটা ব্যতিক্রম বাদে বাংলাদেশের ব্যবসায়ী গুলার বেশিরভাগই এক একটা লোভী কুকুর। তারা মানুষের পকেট থেকে টাকা নেয় ঠিকই, কিন্তু বিনিময়ে তাদের নিজেদেরই বর্ণিত পণ্য বা সেবা দেয়না। আমার বাসায় মশা মারার জন্য #ACI_Aerosol_Spray ব্যবহার করি। সাশ্রয়ের জন্য ৩৯০ টাকা দামের জাম্বো প্যাকটা ব্যবহার করি। গত দুমাস যাবত দেখছি ২০-৩০ বার স্প্রে পুশ করার পর থেকে স্প্রের বিস্তার আর জোর কমে যায়। শেষের দিকে আনুমানিক প্রায় ২০% ওষুধ থাকা সত্ত্বেও আর স্প্রে হয়না। আর আজ দেখলাম প্রায় অর্ধেক ওষুধ ক্যানে থাকার পরও স্প্রে হচ্ছেনা। আমার কষ্টার্জিত টাকা থেকে ৩৯০ টাকা খরচ করে কেনা এ পণ্য পুরোটা ব্যবহার করতে না পারার ক্ষতিপূরণ কি এসিআই কোম্পানি আমাকে দেবে?

 

এই লেখা দেয়ার কারন, সবাইকে এসিআই ব্যবহার করে প্রতারিত না হওয়ার জন্য সচেতন করা। কারও যদি মনে হয় যে অন্যদেরও সচেতন করে এই ধরনের দায়বদ্ধতাহীন কোম্পানিকে শিক্ষা দেয়া উচিত, তবে নির্দ্বিধায় এই পোস্ট বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে শেয়ার করতে পারেন।

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ