পড়ন্ত বেলায় হেমন্তে ঝরে

চারু মান্নান ২৬ অক্টোবর ২০২০, সোমবার, ০১:১৮:৩২অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

পড়ন্ত বেলায় হেমন্তে ঝরে 

সোনালী রৌদ্র মেলা,

ধান ক্ষেতে চিক চিক করে ! আলোর লুকোচুড়ি ।

মেলা বসেছে ধান শালিকরে ! চিলের নখে ইঁদুর,

হাটু জলে সাদা বগ ! মাছ খুঁজে মরে ।

বাসা বেঁধেছে ডাহুক ডাহুকি ! পাকা ধানের ঝারে,

কুয়াশার চাদরে হেমন্তের সাঁঝ ! স্বপ্ন আবিরে ঢাকে ।

@৮কার্তিক,হেমন্তকাল

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ