নীড়

মোঃ মজিবর রহমান ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার, ০২:০৪:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

এই ধরণীর ধারায় জন্মেছিনু
একদা দু’জনে কোন ক্ষণে
তোমাতে-আমাতে এসেছিনু
মিলন তিথি হয়েছে একই সনে।

গেথেছিনু মালা পরেছিলে তুমি
লেগেছিলো মোহ মন পুরিতে
লক্ষ্য পুরণে গেয়েছিলে তুমি
তোমারে চায় আমি হৃদয় খনিতে।

যক্ষনি হইলো দেখা, সখা দুজনে
দেখেছিনু অন্তর ভরে চক্ষু জুড়ায়ে
হৃদয়খানিতে দিয়েছুনি ঠায় তোমারে
তুমিও নয়ন, না ফেলে রয়েছিলে দাঁড়িয়ে।

তোমার ছায়া তোমার মায়া
মনে মোহন ঝড় তোলে
তোমার বিহনে তোমার ছায়া
মনবাগিচায় নেচে নেচে ওড়ে।

বিমূর্ত নগরে বাস অলস দেহখানি
করেছে মায়ায় ভালোবাসায় নোঙ্গর
অন্তর জুড়ে তোমার আমার দেহখানি
করিয়াছে রহিয়াছে মিলন সাকার।

দু’জনের তনু, গায়ে মেখেছিনু
ভালোবাসার গন্ধ সুতায় একই সুরে
গড়ব বাসর করব খেলা এঁকেছিনু
দু’জনের জড়াজড়িতে সাধব নীড়ে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ