দেয়ালে বন্দী জোছনা

শান্ত চৌধুরী ২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ০৯:১৩:০৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

বিষণ্ণ বিকেল, বৃষ্টি হতে হতে
আর হলোনা!
শহরের যান্ত্রিকতা
ছুঁয়ে যাওয়া সন্ধ্যা।

দূরের আকাশে চাঁদ
দেয়ালে বন্দী জোছনা!
পথের বাঁকে, দেয়ালের ফাঁকে
মিটিমিটি আলোয়
মায়াময় জোছনা।

হৃদয়ের গহীনে, বেদনা নোঙ্গর করে
কোন পাখির উড়ে যাওয়ার মিছিলে,
নিঃসঙ্গ গাঙচিলের মতো জোছনা।
বেদনার রঙে মিশে যায়
অন্তহীন পথে।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ