তুমি প্রাকৃতিক হও…!

সিহাব ৩০ নভেম্বর ২০১৪, রবিবার, ০৮:২৬:৫৪অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য
তুমি প্রাকৃতিক হও!
ওই যে তোমার ঠোটকে আজ রক্তাব করেছ,
ওটা গোলাপীই তো ভাল!
চোখের পাতার উপর যে রং-এর ছটা ব্যবহার করেছ,
এটি খনিকের!
আমি তোমার চোখে নিজেকে অনন্তকাল দেখতে চাই,
সেখানে কি ক্ষণিকের কৃত্রিমতা মানায়?
আমি যে তোমায় তোমার স্বকিয়তায় ভালবাসতে চাই,
কৃত্রিমতায় নয়!
তুমি দিনে যে সুগন্ধী মেখে সামনে আসো,
তা অনেকেই ব্যবহার করে!
সেই ঘ্রাণে যখন তাকিয়ে তোমায় খুজি,
তখন তুমি কই থাকো?
পাইনা যে খুজে তোমায়!!
আমি তোমার নিজস্ব ঘ্রাণে ভরপুর থাকতে চাই!
এই ঘ্রাণ কেউই পাবে না,
শুধু আমি ছাড়া!
সকাল বেলায় তোমার এলোচুল দেখে
আমি যা অনুভব করি,
সে অনুভূতি আমি তোমার কৃত্রিমতায় পাই না!
অস্থির ভাবে খুজে বেড়াই!
তোমার আলুথালু বেশই
আমার মন হরণে যথেষ্ট!
পরিপাটি হওয়ার এতো তাড়া কিসের?
আমার জন্যে তোমার অন্য কিছু হওয়ার দরকার নেই,
আমি তোমায় ভালবাসি বর্তমানের বেশে!
তোমার প্রাকৃতিক গড়নে,মননে!
তোমাতেই আমি ভালবাসি,
কোন কৃত্রিমতার আড়ালে তুমি হারিয়ে যেও না!
তুমি স্বীয় সুন্দরে বিকশিত হও,
প্রাকৃতিক তুমিই আমার ভালবাসা!
দয়া করো ওগো
প্রাকৃতিক হয়ে...!!

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ