তুমিহীনা

মোঃ মজিবর রহমান ৬ জানুয়ারি ২০২১, বুধবার, ০৪:২১:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

আমায় ফেলে তুমি চলে যাবে
ভেবে থাকলে আমি বাঁচব কিভাবে?
তোমায় ছেড়ে দূ’চোখে শ্রাবণ ধারা বইবে
তোমাকে সেধেই কষ্টের যন্ত্রনা অঝর ঝরবে।

চন্দ্রহীন রাত্রী, সুর্যহীন দিন কেমনে ভাব
তুমিহীনা জীবনে আমি কেমনে ভাব!
দু”জন যুগল স্রোতে ভাসব বলেই ভাসি
তোমায় ফেলে তুমিহীনা আমি কেমনে ভাসি!

তুমি আমায় করলে লালন
যে কাঁথায় গেঁথে যায় মলিন বর্নীল জীবন
যেথায় ব্যথা কষ্ট যাতনা সযতনে পালন
তবুও জীবন বন্ধুর খরস্রোতা বহমান।

আমায় ফেলে তুমি চলে যাবে
ভেবে থাকলে আমি বাঁচব কিভাবে?
যে গান যোথ সঙ্গ ভাংগবে কোন বেসুরে
তুমিহীনা জীবনে আমি কেমনে ভাব!

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ