জীবনের প্রতিটি ভাঁজে ভাঁজে ফুটে ওঠা অসমাপ্ত একাকীত্বের দীর্ঘশ্বাসে নিমিষে ভেঙ্গে পড়ে সাধনার সুর
নৈঃশব্দের নিকষ কালো অন্ধকারে দূবোর্ধ্য রঙের প্যাঁচে জীবন নিষ্প্রাণ হয়ে পড়ে থাকে পিচঢালা পথে
তবুও দিন শেষে নিজের ভেতর খুঁজে পাওয়া স্বপ্নভঙ্গের প্রিয় স্মৃতি নিয়ে গভীর উষ্ণতায় মেতে থাকে
আজন্ম স্বপ্নাতুর পথের টোকাই।

মধ্যরাতের ঘুম স্থগিত রেখে সাত সমুদ্দুর পেরিয়ে যাওয়ার স্বপ্ন দেখে ঝুপড়ি ঘরে শুয়ে
বেলা শেষ হয়ে গেলে সন্ধ্যার রংতুলিতে আঁকে বেপরোয়া জ্যোৎস্না রাতে আলো
তবুও দুঃখের পালকে ভর দিয়ে দূর-দিগন্তে উড়ে যায় বাউন্ডুলে সুখগুলো।

সারাদিন হেঁটে ক্লান্ত বিধ্বস্ত কিশোরী ঘরে ফিরেই স্বপ্নের ডালা খুলে বসে
প্রতিদিন কত সভ্য মানুষ! তাকে ছিঁড়ে খায় চোখের ইশারায় তার হিসেব কষে আনমনে।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ