জ্যোছনা ও বিরহের গল্প

বোকা মানুষ ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ১০:২০:৩১অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৭ মন্তব্য

নারিকেলের চিরল পাতার
ফাঁক গলে চুঁইয়ে আসা তরল জ্যোছনা,
পিছলে যায় চালাঘরের ঢেউটিনে!
পিছলে পড়ে ছুঁয়ে যায় ঘুমন্ত গোলাপ,
পায়চারী করে পানাপড়া পুকুরপাড়ে!
কৃষ্ণের বাঁশির মত সে জ্যোছনা বেজে ওঠে,
দুরে কোনো এক রাধার বুক বিদ্ধ হয় বিরহে!
কত নাম না জানা বিনয় কাতর হয়ে ওঠে,
তার প্রিয় চাকা ফিরে আসবার অপেক্ষায়।
কেউ আসেনা! কিছুই ফেরেনা!
অভিমানী, একলা চাঁদ,
জ্যোছনার ক্ষত নিয়ে বুকে,
অনাদিকাল ধরে পাড়ি দেয় নির্জন অনন্ত রাত্রি!

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ