জাগ্রত বিপ্লব

জয় ৬ ফেব্রুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ১২:৪৭:১১অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য

ফ্রেব্রুয়ারী ৫.,২০১৩ ।
ঠিক এক বছর আগের আজকের দিনটা ।
এক গভীর হতাশা ও ক্রোধের আশ্চর্য সংমিশ্রণ ঘটেছিল যেদিনে.,বহুকাল পর যেদিন বাঙালি আরো একবার মাথা তুলে দাঁড়াবার সত্ সাহস দেখিয়ে প্রমাণ করেছিল যে.,সবকিছু শেষ হয়ে যায়নি.,সেটিই ছিল ৫ই ফেব্রুয়ারী ।
হ্যাঁবোধক মানসিকতা নিয়ে লক্ষ্য করলেই এই একবছরে অজস্র সাফল্য খুঁজে পাওয়া যাবে গণজাগরণ মঞ্চের ।
কিন্তু শাহবাগ আন্দোলনে হঠাৎ করে যোগদান করা তৎকালীন অনেকেই এখন একে বিতর্কিত বলে থাকে শুধুমাত্র কতিপয় মানুষের প্রতি তাদের অজানা ক্ষোভের কারণে ।
কিন্তু তারা হয়তো দুঃখজনকভাবে ভুলে গেছেন যে.,তারা কিছু সুনির্দিষ্ট দাবির পক্ষে এ আন্দোলন শুরু করেছিলেন.,বিশেষ কোন মানুষের স্বার্থ বা তার পক্ষে নয় ।
যাই হোক.,শুরুর দিন দুর্ভাগ্যবশত উপস্থিত থাকতে ব্যর্থ হয়েছিলাম এ পুণ্যস্থানে ।
কিন্তু বর্ষপূর্তির এদিনে লাখো মানুষের এ সমাবেশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি ।
ক্ষণে ক্ষণে ফিরে যাচ্ছি সেই আগুনঝরা দিনগুলোতে ।
তবে এই লাখো প্রাণের বন্যা এটাই সুস্পষ্ট করে যে.,আগুন এখনো বিন্দুমাত্র নেভেনি.,বরং দাউ দাউ করে জ্বলছে ।
জয় হোক কোটি জনতার ।
জ....য় বাংলা ।।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন