জনম দুঃখী

মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৬:৪৪:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

মন প্রাণ খুলিয়া বা উজাড় করিয়া হাসা খুব সহজ।
চোখের জল অন্তরের কুটিরে আড়াল করিয়া কাঁদা অনেক কঠিন ।
আমি কাঁদি আর সবাই মনে করে আমি হাসি !
আসলে আমি চোখের দুঃখের জলে ভাসি আর ভাসি ।

আমার দুঃখের নদীর জোয়ার নেই, নেই স্রোতধারা  

ভগ্ন হৃদয়মন ভাটির টানে গেছে ভেসে হয়েছে সলিল সমাধি। 

আমার পূর্ণিমার চাঁদে নেই তাঁরার মেলা জ্যোৎস্নার আলো।

আছে অমাবস্যার ঘোর অমানিষার অন্ধকার কালো

আমার আকাশে নেই মেঘের আনাঘোনা বিদ্যুৎ চমক।

ঠান্ডা দমকা হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে যায়না।

আকাশ থেকে ঝড়েনা বৃষ্টির আর স্বস্থির ফল্গুধারা।

হৃদয় মন হয়ে উঠেনা আনন্দ উচ্ছ্বাসে উদ্বেলিত আত্মহারা।

যার অপেক্ষায় জীবন ছিল সজীব প্রাণবন্ত চঞ্চলা হরিণী।

ঘরে এসে জ্বলাবে প্রেম ভালবাসার প্রদীপখানি।

কিছুই না বলে চলে গেল হয়ে অন্যের প্রাণসখী।

সমাপ্ত হল প্রেমের উপখ্যান হলাম যে আমি জনম দুঃখী।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ