চন্দ্রিমা!

সিহাব ১২ এপ্রিল ২০১৫, রবিবার, ১১:২৩:৫৬অপরাহ্ন বিবিধ ১২ মন্তব্য

এই রাতে

আকাশের ঐ বিশাল দেহকে,

আলোময় করেছে চাঁদটি।

দেখছো কি তুমি,চন্দ্রিমা?

তোমার জানালা দিয়ে যে চাঁদ দেখা যায়,

তার আলোতে তুমি আজ তাই-চন্দ্রিমা!

সেই একই আলো আমার জানালা ভেঙ্গে আসে না?

তাহলে আমি কি হব?... বলবে?

আকাশকে তুমি তোমার কষ্ট হিসেবে একটিবার ভাব এখন।

আর চাঁদটি হল-সুখ !

দেখ, সুখের আলোয় আজ পুরো আকাশ চেয়ে গেছে !

ছড়িয়ে গেছে তোমার-আমার জানালা ধরে !

জানালার ফোকড় ভেদে কখন যে সুখের আলো ঘরে এসেছে !

আচ্ছা, আমি আকাশ হই?

দুখের অনন্তে তুমি থাকবে চন্দ্রিমা হয়ে ।

মাঝে মাঝে তোমার সে চারচোখে

দেখাবে আমায় সুখের সুখযাপন!

তোমার ঐ মিষ্টি চশমিশ বদনের আলো,

আজ জ্যোছনা হয়েই দেখা দিচ্ছে !

হায়, সে আকাশে না এসে কেন পাতালে ধাবমান...!!??

আমি যে জ্যোছনা ছুবো,চন্দ্রিমা ।

সুখের জ্যোছনা !

যার উৎপত্তি আকাশের বুক চীরে

ছোট্ট একখানা চাঁদের মাঝে- না চন্দ্রিমার মাঝে !!

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ