কোটার দাবি

নিতাই বাবু ১০ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ১১:৫৮:২৫পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

ছাত্র সমাজ আজ দিচ্ছে ডাক,
কোটা প্রথার নিপাত যাক।

হঠাও কোটা সরাও সব রেশ,
মেধাবীরাই হবে আগামীর বাংলাদেশ।

স্বাধীন বাংলার মুক্ত হাওয়ায়,
চলবো মোরা সব আপন মায়ায়।

৫২ বা ৭১ এর আন্দোলন কিবা সংগ্রামে,
ভূলেনি বাঙ্গালী তখন কেপেছিলো রাজপথ গর্জনে।

দাবি হবে মোদের একটাই,
বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা প্রথার ঠায় নাই।

চলবে আন্দোলন হবে অনশন আশোক হাজার বাধাঁ,
কোটার দাবি মানতেই হবে মেধাবীদের আশা।

সময় আবার এসেছে মাগো ডাকছে মোদের রাজপথ,
কোটার দাবি মিটিয়েই মোরা মা ফিরবো ঘরে এই মোদের স্বপথ।

 

লিখেছেন,
কবি হাসান মাহমুদ শাহাদাত

সংগ্রহ ফেসবুক মেসেঞ্জার থেকে।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ