কেউ জেগে নেই কেউ ঘুমিয়ে নেই

আসমাউল ১ জুলাই ২০১৪, মঙ্গলবার, ০৪:৫২:১১অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

অতঃপর রাত্রিকে সঙ্গী করে কেটে যাচ্ছে দিন গুলি
নিঝুম রাতে নির্ঘুমের সঙ্গী হয় ঝি ঝি পোকা আর দূরের ল্যাম্পপোস্ট-
কেউ বা জেগে আছে কেউবা অচেতন অঘোরে বেঘোরে সাদা কালো শহরে --
ও ব্লকের এক একটা রুমের লাইট ডিউটি শেষে নির্লিপ্তের মত ওরাও ঘুমিয়ে যাচ্ছে;
ঘুমিয়ে পড়ছে মানুষের চিন্তা চেতনা যেন কোন দিন জেগেছিল না সে
ঘুমিয়ে পড়ছে শ্রমিকের কষ্ট গুলো যেন কোন দিন স্পর্শ করেনি কিছু ।

স্বরে অ স্বরে আ কিংবা টোফেল জিআরই
ওরাও জেগে নেই ,জেগে নেই তিন সত্যি জেগে নেই
জেগে আছে ষ্টেশনে ষ্টেশনে অপরিচিতারা
আর জেগে আছে দম্পত্তির ভারী ভারী নিঃশ্বাস-----

আর এ শহরে ফ্যানের শো শো আওয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি
জমানো বিন্দু বিন্দু দীর্ঘশ্বাস---

স্বরে অ স্বরে আ কিংবা টোফেল জিআরই জেগে নেই;
জেগে আছে ভারী ভারী নিঃশ্বাস কিংবা দীর্ঘশ্বাস।।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ