কবিতায় আর কি লিখবো তোমাদের  নিয়ে??

ঢাকা ছেড়ে আসার পর ভেবেছিলাম আমার আমিকেই বুঝি হারিয়ে ফেললাম,

তবু চলতে হবে বেঁচে থাকার তাগিদে, তাই শুরু করলাম

 

প্রথম প্রথম আমার গন্তব্যস্থল যেতে একা একা বাসের পিছনে দৌড়ানো,

তারপর গাড়িতে উঠেই আমার একমাত্র সঙ্গী হেডফোন কানে দিয়েই পার করতাম টানা ৫০ মিনিট।

এইভাবেই কাটছিল আমার জীবন,,,,,,

হঠাৎ তোমার সাথে দেখা,পরিচয়

,শুরু হলো  আমাদের একসাথে যাওয়া -আসা।

এরপর ২ জনের অপেক্ষা, বাসে

তোমার আমার মত এত দুষ্টুটাকে সহ্য  করা,

ভুরুঙ্গামারীর " চম্পাকলি "তে  মালাই চা খাওয়া, তারপর ২ জনের ২ টি আলাদা কলেজে যাওয়া,ফেরার সময় বাসে একা একা লাগত খুব অসহ্য।

তুমি জানো,সব জায়গায় চা টেস্ট  করা আমার চিরাচরিত অভ্যাস।

 

এখনো যে লিখছি আমার হাতে এক কাপ চা।।।কোনরকম পরিবেশের সাথে খাঁপ খাওয়াচ্ছি

ঠিক সেই সময় পেলাম আমার কিছু আপনমানুষ, গুরু,বুবু,বইন,ভাই,বন্ধু আর শুভাকাঙ্ক্ষী।।

সময় আবার শুরু হলো আগের মতো চঞ্চল।

 

সবচেয়ে যেটা বেশি টানছিল,

আমার স্নিগ্ধ, সহজ, সুন্দর বাচ্চাদের মুখ,

যারা অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করত।।।

আমার কথা শোনার জন্য আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত

,কিভাবে ৪০ মিনিট চলে যেত টেরই পেতাম না,

কিন্তু করোনার ভয়াবহ ছোঁবল আমাকে থামিয়ে দিল,পিছিয়ে দিল অনেকগুলো সময়।।।

আমার সুন্দর সময়গুলো কেড়ে নিল,

হয়ে পরলাম নিথর, নিস্তেজ আর,

 

তারপরও অপেক্ষায় আছি, সুন্দর, সুস্থ পৃথিবীর,

যখন আবার শুরু হবে দৌড়ে গাড়িতে ওঠা,যখন থাকবে না কোন ভয়,থাকবে না কোন আতঙ্ক,

যখন হবে আড্ডা,হবে খুনসুটি,আর আমি তোমাদের শুধু জ্বালাবো,

আর বলবো, প্লিজ, একটা ছবি তুলি,

তখন তোমরা বিরক্ত হলেও বলবে আসো ছবি তুলি😋😋😋শেষ পর্যন্ত সেই দিনের অপেক্ষায়।।।।।

যখন আবার হবে তোমাদের সাথে দেখা,সুস্থ সুন্দরভাবে তোমাদের সাথে চলা।।

তাই কবিতায় আর নতুন কি লিখবো তোমাদের নিয়ে।।।।

অপেক্ষার প্রহর গুনছি।।।।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ