কথার ক্ষত

নিরব সাগর ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ১২:১৮:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

✓ কথার ক্ষত

একটি পিস্তলে মোটামোটি সাতটি গুলি থাকে ।আমরা সাধারণ কাউকে হত্যা বা আঘাত করার ‍জন্য এই গুলি গুলো ব্যবহার করে থাকি । তার মানে যদি ধরাহয় কাউকে আঘাত করার জন্য বা ক্ষত বিক্ষত করার জন্য ন্যূনতম সাতটি গুলির প্রয়োজন ।

আবার যখন ক্ষত বিক্ষত কথাটা আসে ,তখন যদি ভাবা হয় যে কাউকে একটা গুলি করলে যেটা শুধুই ক্ষত হবে ,সে ক্ষেত্রে ক্ষত বিক্ষত করার জন্য সাতটি ‍গুলি মনে হয় যথার্থ।

এই কথা গুলি কেন লিখছি একবার কি কারো মনে প্রশ্ন হচ্ছে ।কথা গুলোর ভাবার্থ কি ভাবাচ্ছে আপনাদের ?

হ্যাঁ, উপরের কথা গুলি বলার পিছনে ছোট একটি উদ্দেশ্য আছে ।এই যে বললাম ক্ষত বিক্ষত  করার জন্য সাতটা গুলির দরকার কিন্তু একটা মানুষের মনকে ক্ষত বিক্ষত করার জন্য প্রিয় একজন মানুষের একটি অপ্রিয় বাক্যই যথেষ্ট।

#ভবঘুরে দার্শনিক

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ