কচ্ছপই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী

শিপু ৫ এপ্রিল ২০১৫, রবিবার, ০৮:৪৮:০৯পূর্বাহ্ন বিবিধ ১১ মন্তব্য

images

 শিক্ষাগত যোগ্যতা বেশী এবং কাজে পারদর্শী হওয়া সত্ত্বেও কর্মস্থলে অন্যদের তুলনায় সুযোগ সুবিধা কম পাই রিপন।কারন সে বয়সে ছোট ও কোম্পানিতে নতুন ।কিন্তু শুধুমাএ কোম্পানিতে বেশী দিন যাবৎ কাজ করার কারনে কেউ কেউ নিজেদের বেশী জ্ঞানী ভেবে থাকেন।তারা নিজেদের অভিজ্ঞ বলে দাবি করেন।নিজেদেরকে কচ্ছপ ভেবে আনান্দ পান।যদি তাই হবে তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ও বুদ্ধিমান প্রানী  কচ্ছপ কেই বলা উচিৎ। কারন অন্যান্য প্রানীর তুলনাই কচ্ছপই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ